ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিবাদ রুখতে ডিসিদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
জঙ্গিবাদ রুখতে ডিসিদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: জঙ্গিবাদ রুখতে জেলা প্রশাকদের (ডিসি) সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে শুরু হওয়া তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন  
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে তিনি এ আহবান জানান।

ম্যানেজিং কমিটি গঠনে ডিসিদের প্রস্তাব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনে স্থানীয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের লোকজন থাকে।

আবার শিক্ষিত অনেক ব্যক্তি কমিটি পরিচালনা করতে পারে না।

তিনি বলেন, শিক্ষার মান, ম্যানেজিং কমিটি গঠন, টিউশনি বন্ধে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই বৈঠক রাত ৮টায় শেষ হয়।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে  সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনের পর সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে কর্ম-অধিবেশন শুরু হয়। ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণে চলমান সম্মেলনে মোট ২২টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই  ২৫, ২০১৭
কেজেড/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।