ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্দিকুরের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সিদ্দিকুরের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তিতুমীর কলেজের ৩য় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।

শুধু তাই নয়, সিদ্দিকুর সুস্থ হয়ে দেশে ফিরে এলে তার বিষয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
 
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিক‍ুরের খোঁজখবর নিতে যান নাসিম।

বেরিয়ে যাওয়া সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) সিদ্দিকুরকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার ফ্লাইটের শিডিউল ঠিক করা হয়েছে। পরের দিন শুক্রবার (২৮ জুলাই) চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ