ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে পারের অপেক্ষায় ৩শ’ যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে পারের অপেক্ষায় ৩শ’ যানবাহন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বৈরী আবহাওয়া এবং পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ১৩টি ফেরি চলাচল করছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে ঘাট এলাকায় ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে দু'শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আটটি ফেরি চললেও সন্ধ্যার পর থেকে ১৩টি ফেরি চলছে। তবে রাতে ফেরিগুলো দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলে। পদ্মার তীব্র স্রোত, লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্তী ঢেউ এবং বৈরী আবহাওয়ার কারণে এ রুটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।