ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী অাত্মপ্রকাশের শঙ্কা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী অাত্মপ্রকাশের শঙ্কা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী অাত্মপ্রকাশের শঙ্কা এখন অার নেই। অস্ত্রবাজ-সন্ত্রাসীদের ধরতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শক্ত অবস্থানে রয়েছে এবং দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সব সময়ই জঙ্গি তৎপরতা দেখা যায়। তবে বাংলাদেশে এখন এ ধরনের কোনো পরিস্থিতি নেই।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন-নেছা বাপ্পি, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।