ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্ত‍ামনিকে বিদেশে নিতে বললেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
মুক্ত‍ামনিকে বিদেশে নিতে বললেন প্রধানমন্ত্রী মুক্তামনি/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির উন্নত চিকিৎসায় প্রয়োজন হলে বিদেশে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত বাংলানিউজকে বলেন, আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।

মুক্তামনির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তাকে অবগত করা হয়েছে। প্রধানমন্ত্রী সব শুনে বলেছেন, আপনারা উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আমি সিঙ্গাপুরে যোগাযোগ করেছি। সেখান থেকে এখনও কোনো উত্তর আসেনি। উত্তর এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক ডা. জুলফিকার লেলিন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় মুক্তামনির খোঁজ র‍াখছেন, শিশুটির ব্যাপারে তিনি সজাগ। তার অবস্থা বিবেচনায় বিদেশে নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

মুক্তামনির চিকিৎসার সব দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad