ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ফেনসিডিলসহ ফুলের দোকানি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
দিনাজপুরে ফেনসিডিলসহ ফুলের দোকানি আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের গণেশতলা এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ বদরুল হুদা বেলাল (৪৮) নামে এক ফুলের দোকানিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) রাতে গণেশতলাস্থ ‘গ্রিটিংস কর্ণার’ নামে একটি ফুলের দোকান থেকে তাকে আটক করা হয়। বেলাল গণেশতলা এলাকার মৃত কাশেমের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোকলেছুর রহমান সরকার বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২০১। পরে তাকে আদালতে পাঠানো হয়।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বেলাল ফুলের দোকানের আড়ালে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনিসিডিলসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।