ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাগাজীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সোনাগাজীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় খায়রুন নাহার পিনু (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পাষাণ্ড স্বামী মাঈন উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যরা পালাতক রয়েছেন।

সোমবার (২৫ জুলাই) দিনগত রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পিনু সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের কলিম উদ্দিন ব্যাপারী বাড়ির নূর নবীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাষাণ্ড স্বামী মাঈন উদ্দিন তার স্ত্রী পিনুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর মাঈন উদ্দিন শ্বশুর বাড়ির লোকজনকে জানান, তার স্ত্রী অসুস্থ্য। এমন খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে পিনুর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।