ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুঙ্গিয়াজুড়ী হাওরে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
গুঙ্গিয়াজুড়ী হাওরে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ গুঙ্গিয়াজুড়ী হাওর থেকে জব্দকৃত জাল

হবিগঞ্জ: হবিগঞ্জের মৎস্য ভান্ডার খ্যাত গুঙ্গিয়াজুড়ী হাওর থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিয়া এ অভিযান পরিচালনা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের এডিএম নুরুল ইসলাম ও হবিগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিয়া বাংলানিউজকে জানান, জব্দকৃত জালের মূল্য প্রায় ১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।