ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

বরগুনা: বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা টু পাথরঘাটার বটতলা অভ্যন্তরীণ রুটে বড়ইতলা এলাকায় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে মাটি দেবে রাব্বানী পরিবহন নামের একটি বাস উল্টে যায়। এতে নারী পুরুষসহ ১০ জন গুরুতর আহত হন।

অন্যদিকে বরগুনা টু বরিশাল রুটে অর্থী পরিবহন নামে একটি বাস আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে চান্দখালী এলাকায় রাস্তার পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে ওই ঘরের একাংশ ভেঙে যায়।

বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত যাত্রীরা বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বরগুনা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।