ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে অস্ত্রসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আশুগঞ্জে অস্ত্রসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুলাই) র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম (৪৭) ও নরসিংদী জেলার মেতিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪)।

র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ ওই দু'জনকে আটক করা হয়। আটক তাজুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়া তাজুল অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।