ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লৌহজংয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
লৌহজংয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির টাকাসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে সোমবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মেদিনী মণ্ডল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হলেন- লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকার মো. কাশেমের ছেলে ফিরোজ খান (৩৫), মৃত মহিউদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন (৩১), মৃত হবি বেপারীর ছেলে মো. টুটুল (৩৭) ও মাহমুদপট্টি এলাকার হুমায়ুন কবীরের ছেলে আনিছুর রহমান মুন্না (২৫)।


তিনি আরো জানান, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ১নং পুরাতন মাওয়া ফেরিঘাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৭০ পিস ইয়াবা, ৩৩৬ ক্যান বিদেশি বিয়ার, ৪০২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৯ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৩ হাজার ৮০ টাকা।

আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।