ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্দিকুরকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সিদ্দিকুরকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

ঢাকা: তিতুমীর কলেজের ৩য় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। 

মঙ্গলবার (২৫ জুলাই)  সকাল  ১১টায় তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিক‍ুরকে দেখতে যান।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় তিনি সিদ্দিকুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে বলে তাদের জানান।  

উপাচার্য সিদ্দিকুরের পরিবারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল শিপু সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।