ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বান্দরবানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানে একটি বাগান থেকে অজ্ঞাতপচিয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা সদরের মেঘলা এলাকার মৃত্তিকা গবেষণা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওই বাগানের পরিচর্যাকারী বাগান পরিচর্যার করতে গেলে জঙ্গলে একটি মরদেহ দেখতে পান।

বিষয়টি তিনি মেঘলা পুলিশ ক্যাম্পে জানান। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কেউ হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।