ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

সাভার (ঢাকা): সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৭ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে সাভার উপজেলা প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু করা হয়।

এ কর্মসূচিতে ২০০০ সালে বা তার আগে জন্মগ্রহণকারী এবং ইতোপূর্বে যারা হালনাগাদে বাদ পড়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হলনাগাদ করা হবে। এসময় ঠিকানা পরিবর্তন  জনিত কারণেও নতুন ঠিকানার হালনাগাদ করা হবে।


 
এসময় উপস্থিত ছিলেন-সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিয়া, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুল সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।