ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘কল করলে ফিজিও বাসায় যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
‘কল করলে ফিজিও বাসায় যাবে’ ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ও অন্যরা- ছবি- শাকিল

ঢাকা: চিকুনগুনিয়া আক্রান্তদের ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপিস্ট পাঠানোর কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

তিনি বলেছেন, আমরা হোমওয়ার্ক করছি, ঘোষণা দেইনি। চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের ব্যথা নিরাময়ে আমরা অন কলে ফিজিওথেরাপিস্ট পাঠানোর চিন্তা করছি।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্কলারস ইন ক্যাম্পাসে ‘চিকুনগুনিয়া: সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি মেয়র একথা বলেন।  

ল্যাবএইড ও স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দিন, ডা. সমীরণ কুমার সাহা, ডা. কাজী নওশাদ উন নবী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ডা. এমএম শামীম।  

মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গত ৭ দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা নেই।  

যদিও তার কথার সঙ্গে উপস্থিত অন্য অতিথি ও দর্শকরা একমত পোষণ করেননি। একইসঙ্গে বলা হয় মেয়রের কথাটি সঠিক নয়।

তিনি বলেন, আমরা নগরবাসীর মন থেকে ভীতি ও আতঙ্ক দূর করতে চাই। চিকুনগুনিয়া আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে কমে আসছে।

চিকুনগুনিয়া মহামারি রূপ নিয়েছে কিনা বা মহামারির সংজ্ঞা কি এমন প্রশ্নের জবাবে ডা. এএম শামীম বলেন, এক লাখ লোকের ১৫ জন আক্রান্ত হলে এবং সেই অবস্থা টানা দুই সপ্তাহ চললে তাকে মহামারি বলা যায়।

তবে মেয়র বলেন, চিকুনগুনিয়া মহামারির ধারে কাছেও নেই।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।