ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে আটক ১০৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
দিনাজপুরে পুলিশি অভিযানে আটক ১০৭

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জন মাদক মাদক ব্যবসায়ীসহ ১শ’৭ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৪ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা, ১শ’৬৭ পিস ইয়াবা, ২৮ বোতল ফেনসিডিল, ৫ বোতল কফিডিল সিরাপ ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

এছাড়া বিভিন্ন মামলার পলাতক ৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৩৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ৩০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad