ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো

ঢাকা: ২০০১ সালের নির্বাচনে গ্যাস দিতে রাজি হইনি বলে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতায় যেতে পারিনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেত্রী গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন বলেও অভিযোগ তার।

প্রধানমন্ত্রী বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না।

পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে।  

স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের তিনদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।


শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।  

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমইউএম/এসএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।