ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় ১৭০ গাঁজা গাছসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
শৈলকুপায় ১৭০ গাঁজা গাছসহ আটক ১ জব্দ করা গাঁজা গাছ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৭০টি গাঁজা গাছসহ মকবুল হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার রত্নাহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। মকবুল ওই গ্রামের মৃত বদিয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শৈলকুপার রত্নাহাট গ্রামের মকবুল হোসেন গাঁজা চাষ করছেন। পরে মঙ্গলবার সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে মকবুলকে আটক করা হয়। এসময় মকবুলের বাড়ির পেছনে চাষ করা ১৭০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

মকবুলের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।