ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি থেমে থেমে চলছে লঞ্চ-সিবোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি থেমে থেমে চলছে লঞ্চ-সিবোট শিমুলিয়া-কাঠালবাড়ি থেমে থেমে চলছে লঞ্চ-সিবোট

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে থেমে থেমে চলছে লঞ্চ ও স্পিড বোট।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে এ রুটে নৌ চলাচল শুরু হলেও বৈরী আবহাওয়া ও পদ্মার তীব্র স্রোতের কারণে প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলায়মান বাংলানিউজকে জানান, সকাল ৮টা থেকে লঞ্চ ও সিবোট চলাচল শুরু হলেও প্রচণ্ড বৃষ্টি এবং ঢেউয়ের কারণে বন্ধ রাখতে হচ্ছে প্রায় সময়ই।

যাত্রী নিয়ে লঞ্চ ও সিবোটগুলো মাঝ পদ্মায় ঢেউয়ের কবলে পড়ছে। তাই দুর্ঘটনা এড়াতে ঝুঁকি না নিয়ে আবহাওয়া অনুকূলে থাকলে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে নৌযানগুলো।

তবে সকাল থেকে লঞ্চঘাটে যাত্রীদের চাপ কম রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।