ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ: বৈ‍রী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এ নৌরুটে বর্তমানে ৮টি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, সকাল থেকে পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ৮টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

পুরনো ফেরিগুলো পদ্মার তীব্র ঢেউ, লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্ত ঢেউ এবং বৈরী আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে হিমশিম খাচ্ছে। সকাল থেকে লঞ্চ, স্পিড বোট চললেও বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।