ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতি-দরিদ্র পরিবারের মাতৃত্বকালীন দায়িত্ব নিলেন এমপি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
অতি-দরিদ্র পরিবারের মাতৃত্বকালীন দায়িত্ব নিলেন এমপি পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করছেন এমপিসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় অতি-দরিদ্র পরিবারের নারীর মাতৃত্বকালীন চিকিৎসার সব দায়িত্ব নিলেন স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। 

সোমবার (২৪ জুলাই) পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।  

অতি-দরিদ্র পরিবারের প্রসূতি রোগীদের খোঁজখবর নিয়ে তাকে অবহিত করার জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠ কর্মীদের নির্দেশও দেন এমপি।

 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বরগুনা মো. সরোয়ার হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজলী বালা মিত্র, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চেীধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার উল্লাহ।  

পরিবার পরিকল্পনা উপ-পরিচালক সরোয়ার হোসাইন বলেন, বর্তমানে নারীদের প্রসবকালীন বেশিরভাগ অস্ত্রোপচার ডাক্তারদের বাণিজ্যিক মনোভাবের কারণেই হয়ে থাকে। এটাকে বন্ধ করে স্বাভাবিক নিয়মে সন্তান জন্মালে রোগ কম হয়।  

ডাক্তারদের বাণিজ্যিক মনোভাব বন্ধ করতে সম্মিলিত চেষ্টার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।