ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিসিএসে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মেস রজনী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বিসিএসে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মেস রজনী অনুষ্ঠিত বিসিএস এ-৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মেস রজনী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ কর্ম কমিশনের (বিসিএস) এ-৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মেস রজনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে এ উপলক্ষে প্রশিক্ষণার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান জনগণের সর্বোচ্চ সেবায় কাজে লাগাতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান ড. মো. মোজাম্মেল হক খান।

সভাপতির বক্তব্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের সবাইকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

এর পর প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে মেস রজনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।