ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
হবিগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেফতার পুলিশের হাতে আটক রমজান আলী। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রমজান আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৪ জুলাই) রাত ১০টায় উপজেলার চৌমুহনী বাজার থেকে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রমজান চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, রমজান আলী গত ২২ জুলাই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তার ফেসবুক পেজে একটি আপত্তিকর পোস্ট করেন। সোমবার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক বাদী হয়ে রমজানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।  

মামলা তদন্তের ভার দেওয়া হয় মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেনকে। মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ রমজানকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।