ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ভাইয়ের বিয়েতে আতশবাজি বিস্ফোরণে শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
নেত্রকোনায় ভাইয়ের বিয়েতে আতশবাজি বিস্ফোরণে শিশু আহত আতশবাজি বিস্ফোরণে আহত বাবুর চিকিৎসা চলছে হাসপাতালে। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনা শহরের উত্তর সাতপাই এলাকায় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আতশবাজি করতে গিয়ে বিস্ফোরণে তরিকুল ইসলাম বাবু (১৫) নামে এক শিশু আহত হয়েছে। 

সোমবার (২৪ জুলাই) দিনগত রাতে এ ঘটনার পর শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

বাবু ওই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

তার বড় ভাই সোহেলের বিয়ের আয়োজন চলছিল উত্তর সাতপাইয়ের বাড়িতে।

বাবুর মা হোসনে আরা বেগম বাংলানিউজকে জানান, রাতে তার বড় ছেলে সোহেলের বিয়ের অনুষ্ঠানে আতশবাজি করে আনন্দ উপভোগ করছিল বাবু। একপর্যায়ে আতশবাজি বিস্ফোরণে বাবুর মুখ ও বামহাত পুড়ে যায়। তৎক্ষণাৎ তাকে নিয়ে আসা হয় সদর হাসপাতালে।  

পরে হাসপাতালের ইমারজেন্সিতে রক্তাক্ত মুখ ও হাতের ক্ষতস্থানে ত্রিশটি সেলাই করা হয়।  

হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সাইফুল বারী বাংলানিউজকে জানান, অল্পের জন্য বাবুর চোখগুলো রক্ষা পেয়েছে।  

বাবু শঙ্কামুক্ত রয়েছে জানিয়ে সাইফুল বারী আরও জানান, সুস্থ হতে কিছুদিন সময় প্রয়োজন হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।