ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে খেলার ছলে কিশোরের পায়ুপথে বাতাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
কেরানীগঞ্জে খেলার ছলে কিশোরের পায়ুপথে বাতাস

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় খেলার ছলে সূর্য নারায়ণ (১৫) নামে এক কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়েছে তার সহকর্মী। 

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা ইস্টার্ন বাজার এলাকার এ আর প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।  

অসুস্থ হয়ে পড়া ওই কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খেলার ছলে সূর্যের এক সহকর্মী কম্প্রেসার মেশিনের মাধ্যমে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি ঘটনার খবর পেয়েই হাসপাতালে ওই কিশোরকে দেখতে গিয়েছি।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।