ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তাল পদ্মায় বন্ধ লঞ্চ চলাচল, যাত্রী পারাপার ফেরিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
উত্তাল পদ্মায় বন্ধ লঞ্চ চলাচল, যাত্রী পারাপার ফেরিতে খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত যাত্রী ফেরিতে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: প্রচন্ড ঢেউয়ের কারণে পদ্মা উত্তাল থাকায় সাময়িকভাবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

এতে করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ পারাপারের সাধারণ যাত্রীরা কোনো রকম ভোগান্তি ছাড়া নৌরুট পার হচ্ছে ফেরিতে।

তবে প্রচন্ড স্রোতে ফেরি চলাচলে কিছুটা ধীরগতি হলেও পারাপারের অপেক্ষায় নেই কোন যানবাহন।

কিন্তু ফেরিতে নৌরুট পারাপারের জন্য যাত্রীদের লঞ্চে চেয়ে দ্বিগুন সময় লাগছে।

সোমবার (২৪ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট ও লঞ্চঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটি আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারি পরিচালক ফরিদুল ইসলাম বাংলানিউজকে জানান, পদ্মাতে প্রচন্ড ঢেউ থাকার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১১ টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌরুট পারাপারের অপেক্ষায় যাত্রীরা।  ছবি: বাংলানিউজতবে নদীতে ঢেউয়ের মাত্রা কিছুটা কমে গেলেই লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী পারাপারে সর্বমোট ৩৩ টি লঞ্চ নিয়মিত চলাচল করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে জানান, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে।

পাটুরিয়া ফেরিঘাটের সবগুলো ঘাটপন্টুন স্বাভাবিক আছে। রাত সোয়া নয়টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামান কোন যানবাহন নেই। তবে বৃষ্টির কারণে ফেরি চলাচলে কিছুটা ধীরগতি হওয়ায় সময় লাগছে আগেই চেয়ে দ্বিগুন।

লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার কারণে নৌরুটে চলাচলকারী ফেরিগুলোতে বাড়তি যাত্রী পারাপারের চাপ রয়েছে। কিন্তু এতে করে যানবাহন পারাপারে তেমন কোন বিঘ্ন হচ্ছে না বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি ব্যবস্থাপক রুহুল আমিন বাংলানিউজকে জানান, দৌলতদিয়া ফেরিঘাটের সবগুলো ঘাট পন্টুন স্বাভাবিক রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামান কোন যানবাহন নেই। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে ফেরিতে যাত্রী পারাপারের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ