ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি ছাড়ছে পানি বিদ্যুৎকেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি ছাড়ছে পানি বিদ্যুৎকেন্দ্র সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি ছাড়ছে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র

রাঙামাটি: ভারী বর্ষণের কারণে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়িয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার (২৪ জুলাই) বিকেল থেকে ১৬টি স্পিলওয়ের দুই ফুট করে খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান, দু’দিনের  ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা  পাহাড়ি ঢলে লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

রুলকার্ভ অনুসারে সোমবার কাপ্তাই লেকে পানি আছে ৮৭.৬৮ ফুট মিনস সি লেভেল।

তিনি জানান, কাপ্তাই লেকের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল হলেও ১০০ ফুট মিনস সি লেভেল ধরে রাখা হলে রাঙামাটির বিশাল এলাকা প্লাবিত হবে। তাই কর্তৃপক্ষ হ্রদ থেকে পানি ছেড়ে দেয়।

আব্দুর রহমান জানান, বৃষ্টি না কমা পর্যন্ত গেট দিয়ে পানি ছাড়া অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।