ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিযোগ তদন্তে সাচিবিক সহায়তার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
অভিযোগ তদন্তে সাচিবিক সহায়তার সুপারিশ

ঢাকা: নিম্ন আদালতের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখতে উচ্চ আদালতের সাচিবিক সহায়তা দিতে আইন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (২৪ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, আমাদের বিচার বিভাগ এখন পৃথক।

বিশাল এই বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় এখনও নাই। সেজন্য এই সুপারিশ করা হয়েছে।

‘বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা রয়েছে সেই আস্তা আরও সুদৃঢ় করতে আইন মন্ত্রণালয়কে আমরা সহায়তা করতে বলেছি। ’

এদিকে সংসদ সচিবালয়ের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ৩০ লাখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়েছে।  

এছাড়া আইন প্রণয়নে গতিশীলতা আনতে লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে দেশের জনসাধারণকে লিগ্যাল এইড এর সহায়তা দিতে  প্রতি জেলায় তিনমাসে একটি করে কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়েছে।

আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, সফুরা বেগম এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।