ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেসবুকে অপপ্রচার করায় গণশিক্ষামন্ত্রীর ভাইয়ের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ফেসবুকে অপপ্রচার করায় গণশিক্ষামন্ত্রীর ভাইয়ের মামলা

দিনাজপুর: জমি-বাড়ি দখলের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সুমন নামে একজনের বিরুদ্ধে মামলা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমানের ভাই মুশফিকুর রহমান বাবুল।

সোমবার (২৪ জুলাই) ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্টের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

এতে অজ্ঞাত পরিচয়ে আরও  কয়েকজনকে আসামি করা হয়েছে।
 
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান ওসি শেখ নাসিম।
 
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ