ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাঁপানিয়া সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
হাঁপানিয়া সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নওগাঁ: নওগাঁর হাঁপানিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৪ জুলাই) ভোরে হাঁপানিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হাঁপানিয়া শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (২৭)।

অপর জনের নাম এখনো জানা যায়নি।

হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, রোববার রাতে বাংলাদেশি তিন গরু ব্যবসায়ী ভারতে গরু নিতে যান। গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পান্নাপুর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় একই গ্রামের বাদলের ছেলে শরিফুল (৩৩) আহতবস্থায় পালিয়ে আসেন। অপর জনের বিষয় কিছু জানা যায়নি।

এদিকে, যাদের আটক করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপারে সত্যতা যাচায়ের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) কোম্পানি কমান্ডার আসলে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।