ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে অনলাইন উপার্জনে আগ্রহ বাড়ছে তরুণদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ময়মনসিংহে অনলাইন উপার্জনে আগ্রহ বাড়ছে তরুণদের ময়মনসিংহে সরকারের লার্নিং-অার্নিং প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছে ৩২০ জন তরুণ-তরুণী

ময়মনসিংহ: ময়মনসিংহে ঘরে বসেই অনলাইনে উর্পাজনে আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের। ফলে উচ্চ শিক্ষিত বেকার এসব তরুণ-তরণীরা নিজেকে স্বনির্ভর করে তুলতে ঝুকঁছেন আউটসোর্সিং মার্কেটে। ইতিমধ্যে সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহে লার্নিং-অার্নিং প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছে ৩২০ জন তরুণ-তরুণী। 
 

সোমবার (২৪ জুলাই) দুপুরে নগরীর চরপাড়ার নয়াপাড়াস্থ প্রকল্প কার্যালয়ে লার্নিং আর্নিং প্রকল্পের আওতায় প্রশিক্ষিত এসব তরুণ-তরুণীদের মেন্টরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ।   

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, ডিজি.কন টেকনোলজিস লিমিটেডের ট্রেনিং ম্যানেজমেন্ট হাফিজুর রহমান চাতক, ট্রেনিং কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান মুরাদ প্রমুখ।

  

জানা যায়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দেশের বৃহত্তম বিজনেস আউট সোর্সিং কোম্পানি ডিজি.কন টেকনোলজিস লিমিটেডের আওতায় লার্নিং আর্নিং প্রকল্পের মাধ্যমে গত ৫০ দিন ৩২০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে উন্নত মানের ডিজিটাল ল্যাবে হাতে-কলমে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়।  

ডিজি.কন টেকনোলজিস লিমিটেডের ট্রেনিং ম্যানেজমেন্ট হাফিজুর রহমান চাতক জানান, ৫০ দিনের ট্রেনিং প্রোগ্রাম শেষে প্রশিক্ষিতদের জন্য ৩ মাসের মেন্টরিং সেশন চালু করা হয়েছে। এ সেশনে আউটসোর্সিং মার্কেটে উপার্জনের পদ্ধতির বিষয়ে আরো বেশি দক্ষতা অর্জন করবে প্রশিক্ষিতরা। এক্ষেত্রে তাদেরকে চূড়ান্ত ধারণা দেয়ার জন্য রয়েছেন ৫জন অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক।   

এ বিষয়ে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগতি সাধন করবে বলে আশা করছি।  

তিনি বলেন, আউট সোর্সিংয়ে গ্লোবাল আইসিটি মার্কেটকে কাজে লাগিয়ে ঘরে বসেই তরুণরা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করতে পারছে। সঠিক মূল্যায়নের মাধ্যমে এ প্রকল্প চলতে থাকলে এক সময় দেশের শিক্ষিত কোন তরুণ-তরুণী বেকার থাকবে না।    

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, জুলাই ২৪, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।