ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর ১৪ পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
রাজশাহীর ১৪ পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি পালন

রাজশাহী: সরকারের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা চালুর দাবিতে রাজশাহীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর ১৪টি পৌরসভায় এই কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান টিটু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল থেকে একযোগে কর্মবিরতি পালন করেন।

দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন পৌরসভায় নিজেদের তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার কারণে প্রায়ই তহবিলে ঘাটতি পড়ে। ফলে ৩ থেকে ৫ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া পড়ে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও পৌরসভার আর্থিক দুরাবস্থার কারণে অবসরকালীন পাওনাদি পাচ্ছেন না। ফলে অর্থাভাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।  

তাই স্থানীয় সরকার বিভাগের অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সব পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি রাজস্ব খাত থেকে দেওয়ার জন্য তারা আন্দোলন করছেন বলে জানান এই নেতা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।