ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালের ৬ পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বরিশালের ৬ পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি

বরিশাল: বরিশাল জেলার ছয় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জেলার মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, উজিরপুর ও গৌরনদী পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী পৌরসভার সচিব মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে গৌরনদীতে কর্মবিরতিকালে বক্তব্য রাখেন- জেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়া প্রমুখ।



এ সময় বক্তারা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবি আদায়ের আকুল আবেদন জানান।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।