ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় ৫ গ্রামে অস্বাভাবিক জোয়ারের পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
কলাপাড়ায় ৫ গ্রামে অস্বাভাবিক জোয়ারের পানি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের স্লুইজগেটসহ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সোনাতালা নদীর অস্বাভাবিক জোয়ারে এ ঘটনা ঘটে।

এতে তাহেরপুর, দৌলতপুর, মোহনপুর, লস্করপুর ও আমিরাবাদসহ পাঁচটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

গ্রামগুলোতে পানি প্রবেশ করে পুকুর, মাছের ঘের, আউশ ধানের ক্ষেত এবং কৃষকদের বাড়ির আঙ্গিনা তলিয়ে গেছে। ফলে এসব এলাকার বহু পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন।  

স্থানীয় বাসিন্দা লাইলী বেগম জানান, দুই বছর আগে স্লুইসগেটসহ বাঁধ দেবে গেছে। তখন গ্রামের মানুষ নিজ উদ্যোগে মাটি ভরাট করে বেড়িবাঁধসহ স্লুইজগেট বিধ্বস্ত হওয়ায় চরম বিপদে পড়েছেন তারা।

নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাসিরউদ্দিন মাহমুদ জানান, সোমবার বেলা ১১টার দিকে অস্বাভাবিক জোয়ারের চাপে স্লুইসগেটটি বাঁধসহ বিধ্বস্ত হয়। এখন প্রবল বেগে জনপদে প্রবেশ করছে পানি।  

তবে খুব দ্রুত ৪৬ পোল্ডারের এ স্লুইজটি মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ