ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল ও বরগুনায় নতুন জেলা প্রশাসক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বরিশাল ও বরগুনায় নতুন জেলা প্রশাসক 

ঢাকা: বরিশাল ও বরগুনায় নতুন জেলা প্রশাসক (ডিসি)  নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। 

বরগুনায় পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানকে বরগুনার জেলা প্রশাসক করা হয়েছে।  

আর বরিশালের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হাবিবুর রহমানকে।

 

এর আগে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আগৈলঝাড়ার তৎকালীন ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে মামলার ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব অবহেলার জন্য বরিশালের ডিসি ড. গাজী মো. সাইফুজ্জামান এবং বরগুনার ডিসি মহা. বশিরুল আলমকে প্রত্যাহার করে সরকার।  

এদিকে সকালে মন্ত্রিসভার সভায় ইউএনও তারিক সালমনের বিষয়ে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।