ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে ফেনসিডিল

খুলনা: খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবি যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৬৬, ৫৯২ বোতল ফেনসিডিল, ৫৮০ বোতল বিদেশি মদ, ৯৭৪ বোতল বিয়ার, ৮,৮৩৮ লিটার বাংলা মদ, ৫ কেজির অধিক গাঁজা, ১,৪০,৪৪৭ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট।

   

মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ কোটি আটাশ লাখ তিন হাজার তিন শ’ টাকা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিন কর্তৃক যশোর সীমান্ত থেকে ১ জানুয়ারি ২০১৪ সাল থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বুলডেজার দিয়ে ফেন্সিডিল বোতল ভেঙ্গে ফেলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিনের সেক্টর কমান্ডার কর্নেল এ এস এম আনিসুল ইসলাম পিএসসি, ২১ বর্ডার গার্ড ব্যাটালিন খুলনার অধিনায়ক লে. কর্ণেল মো. তরিকুল ইসলাম পিএসসি, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।