ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকুনগুনিয়ামুক্ত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
চিকুনগুনিয়ামুক্ত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ও অন্যরা- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা যতক্ষণ পর্যন্ত চিকুনগুনিয়ামুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেবো। আমাদের কার্যক্রম চলছে, চলবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন শেষে এ কথা বলেন মেয়র।

মেয়র বলেন, চিকুনগুনিয়া রোগ ডিএসসিসি এলাকায় অনেকটাই কমে এসেছে।

মিডিয়ার আলোচনা-সমালোচনার কারণেই আমাদের কাজের গতি এসেছে।

তিনি বলেন, চিকুগুনিয়া আক্রান্ত রোগীদের ফোন কলের মাধ্যমে বাড়ি বাড়ি ওষুধ ও ডাক্তার পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। গত ৩-৪ দিনে আমাদের  কাছে ৫৩ হাজার কল আসে। এরমধ্যে ইউনিক কলার ৩৫ হাজার ৬০০টি। ৭৬২ জন নাগরিক ওষুধ ও ডাক্তারের পরামর্শ চেয়েছেন, আমরা তা দিয়েছি। ২৩৭ জন টেলিফোনে সেবা পরামর্শ চেয়েছেন, তাও দেওয়া হয়েছে।

সাঈদ খোকন বলেন, প্রকৃতির নিয়মে কিছু রোগ আসে আবার চলে যায়।  চিকুনগুনিয়া অনেকটাই কমে এসেছে। অল্প কিছুদিনের মধ্যেই চিকুনগুনিয়ামুক্ত  হওয়া যাবে।  

গত ২০ জুলাই বাসায় বাসায় গিয়ে স্বাস্থ্যসেবার ঘোষণা দিয়েছিল ডিএসসিসি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।