ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আসামি খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আসামি খালাস

ঢাকা: পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন জাস্টিস লালমোহন দাস লেনের ব্যবসায়ী শেখ মনির হোসেন হত্যা মামলার আসামি শেখ ওয়াহিদ হোসেন বাদ্দুকে খালাসের রায় দিয়েছেন আদালত।

আসামির বিরুদ্ধে আনিত ‍অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলেও আসামিকে এ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করার মতো যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।

 

এতে ঢাকার ৩ নং অতিরিক্ত ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদের আদালতে সোমবার (২৪ জুলাই) এ রায় ঘোষণা করেন।

এছাড়া মামলায় ত্রুটিপূর্ণ তদন্ত ও আলামত উদ্ধারে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাকেও দোষারোপ করা হয়েছে।  

আসামির উপস্থিতিতে রায় পড়ে শোনানো হয়। খুনের শিকার শেখ মনির হোসেন ও হত্যাকারী শেখ ওয়াহিদ আপন চাচাতো ভাই।

২০১৫ সালের ২৫ মে দিবাগত রাতে সম্পত্তির নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী শেখ মনির হোসেন। এ ঘটনায় নিহতের চাচা শেখ সামছুদ্দিন বাদী হয়ে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।