ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত পারাপারের অপেক্ষায় যানবাহন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে ৪ শতাধিক যানবাহন। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, সকাল থেকে বৈরী আবহাওয়া এবং পদ্মার স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবত ঢেউয়ের কবলে পড়ে ফেরি আটকে যাচ্ছে।

এ কারণে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে ছোট বড় মিলিয়ে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে আগে পারাপার করা হচ্ছে।

বৈরী আবহাওয়ার কারণে সৃষ্টি হওয়া তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে  পুরনো ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।