ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ বন্ধ পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: দমকা বাতাসে পদ্মা নদীতে ঢেউ বাড়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যানবাহনবাহী ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বাতাসে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটি (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, পদ্মায় ঢেউ কমে গেলে ফের লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।