ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভার পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
সাভার পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সাভার পৌরসভায় কর্মবিরতি, ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভার পৌরসভায় চলছে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। 

সোমবার (২৪ জুলাই) সকাল থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।

এতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, সারা বাংলাদেশে ৩২৭টি পৌরসভা রয়েছে এর প্রায় শতকরা ৮০ শতাংশ বেতন-ভাতা পায় না।

ফলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে সংসার চলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই অবিলম্বে বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সব সরকারি সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

অন্যথায় ৩০ সেপ্টেম্বরের পর আইনগত ব্যবস্থা গ্রহণসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি আসে।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে ডা. রেজাউল করিমের সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন, হাজি আব্দুল গনি, মেয়র সাভার পৌরসভা।

অন্যদের মধ্যে পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইমাম, পৌর সচিব শিকদার আব্দুর রব, সহকারী প্রকৌশলী মো. আলম মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শামসুদ্দিন, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশেনর সাধারণ সম্পাদন তন্দ্রা ইসলামসহ সব কর্মকর্তা-কর্মচারী।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘন্টা, জুলাই ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।