ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুর এক্স‌প্রে‌সে আগুন, নিভিয়ে ফেলা হলো দ্রুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
রংপুর এক্স‌প্রে‌সে আগুন, নিভিয়ে ফেলা হলো দ্রুত নিভিয়ে ফেলা হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনের আগুন

ঢাকা: ঢাকা থে‌কে ছে‌ড়ে যাওয়া রংপুরগামী রংপুর এক্স‌প্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। তবে দ্রুতই ট্রে‌নের স্টাফরা আগুন নি‌ভি‌য়ে ফে‌লায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

‌সোমবার (জুলাই ২৪) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে টাঙ্গাইল স্টেশ‌নে দাঁড়া‌নো অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‌ট্রে‌নের প্র‌কৌশল সূত্র জানায়, বৈদ্যু‌তিক তা‌রের ইনসু‌লেশন ক্ষয় হ‌য়ে শর্টসা‌র্কিট থে‌কে এ আগুন লাগ‌তে পা‌রে।

 সকাল ৯ টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে যাওয়া এ ট্রে‌নের যাত্রী গাইবান্ধার মো. সাঈদ বাংলানিউজকে জানান,  ট্রেনটি ক্র‌সিং‌য়ের জন্য টাঙ্গাইলে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘চ’ এবং ‘ছ’ কোচের মাঝের ভেস্টিবুল দরজায় আগুন লেগে যায়। ত‌বে কোন যাত্রীর ক্ষতি হয়নি। কিছুক্ষ‌ণের ম‌ধ্যে আগুনও নি‌ভি‌য়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ