ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বড়াইগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

নাটোর: নাটোরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই সাতঐল গ্রাম থেকে একটি রিভলবার, তিনটি চাইনিজ কুড়াল ও দু’টি রামদাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চান্দাই সাতঐল গ্রামের লুৎফর রহমানের ছেলে মানিক (২৫) ও ওসমান গণির ছেলে রফিক (৩০)।


 

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ বিশ্বাস বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত দুইজনই একটি মারপিটের মামলার জামিনপ্রাপ্ত আসামি।  কিন্তু তাদের বাড়িতে কিছু অস্ত্র মজুদ করে রাখা আছে-এমন খবরের ভিত্তিতে দু’জনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মানিকের বাড়ি থেকে একটি রিভলবার ও তিনটি  চাইনিজ কুড়াল পাওয়া যায়। অপরদিকে, ওই গ্রামের সোনার মোড়ে রফিকের কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে বস্তা দিয়ে মোড়ানো  দু’টি রামদা’ পাওয়া যায়।

এ ঘটনায় ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অস্ত্র
তাদের বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায়  অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।