ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ১১৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বেনাপোলে ১১৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক বেনাপোলে ১১৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় ১১৮ কেজি ভারতীয় গাঁজাসহ মনিরুজ্জামান (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের রঘুনাথপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়ন রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক পাচারকারী মনিরুজ্জামান বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের আফজাল হোসেনের ছেলে।


 
বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তপথে ভারত থেকে মাদকের চালান ঢুকছে। পরে বিজিবি জনবল বাড়িয়ে অভিযান চালায়। এসময় পাচারকারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এক পাচারকারীকে ১১৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই পাচারকারীকে মাদকদ্রবসহ বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ