ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে আদম ব্যাপারীদের হাতে এক ব্যক্তি খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
রাজধানীতে আদম ব্যাপারীদের হাতে এক ব্যক্তি খুন

ঢাকা: রাজধানীর মুগদায় আদম ব্যাপারীদের হাতে সাহেদ (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মৃত সাহেদের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, স্পেন যাওয়ার জন্য সাহেদ ছয়জনের একটি আদম ব্যাপারী দলকে ১০ থেকে ১২ লাখ টাকা দেন।

৭ থেকে ৮ দিন আগে সিলেট থেকে তাকে ঢাকা নিয়ে এসে মুগদার ব্যাংক কলোনির একটি বাসায় উঠান আদম ব্যাপারীরা।

তিনি আরও জানান, ব্যাংক কলোনির বাসায় আদম ব্যাপারীরা সাহেদকে মাথায় তালা দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে মরদেহ বাসার পেছনে একটি পরিত্যাক্ত বাড়ির গর্তের মধ্যে ফেলে রাখেন।

তথ্যপ্রযুক্তির সহতায় রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় পল্টন থেকে আদম ব্যাপারীর দু’জন আশরাফুল ও আনোয়ারকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার প্রাথমিক তথ্য জানা যায় বলে পুলিশ জানান।

এ ঘটনায় মৃত সাহেদের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এজেডএস/বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।