ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানবতার ডাকে এসএসসি ৯৫ ব্যাচ ফেনী জেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
মানবতার ডাকে এসএসসি ৯৫ ব্যাচ ফেনী জেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে দু'জন ক্যান্সার আক্রান্ত রোগীকে দুই লাখ টাকা চিকিৎসা সহযোগিতা করেছে এসএসসি ৯৫ ব্যাচ ফেনী জেলার বন্ধুরা।

রোববার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতে জেলা প্রশাসক মনোজ কুমার রায় ভারতে চিকিৎসারত শহীদুল ইসলামের বাবার হাতে দেড় লাখ টাকা ও শেখ আহাম্মদ নামে আরেকজন ক্যান্সার আক্রান্ত রোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় তিনি বলেন, মানবিকতা এখনও আছে বলে সমাজ টিকে আছে।

মানবতার কথা বলতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৮৫ সালে জগন্নাথ হলের ছাদ ধসে পড়ার কথা স্মরণ করেন। এ দুর্ঘটনায় নিজে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মানুষের সহমর্মিতার কথা তুলে ধরেন।

এসময় এসএসসি ৯৫ ব্যাচ ফেনী জেলা সংগঠনের সদস্য ফারাহ দিবা, শারমীন নিশু, হারুন হাজারী, রিয়াদ আজিজ রাজীব, এনাম ফারুক, আবদুল হান্নান, মো. কায়কো, শামীম মজুমদার, রিপন, সাহাবুদ্দিন, সোহাগ আহমেদ, মো. আজম খান, মো. আলমগীর, সরওয়ার হোসেন রুবেল ও আরিফ রিজভী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।