ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বীরপ্রতীক কাকন বিবির চিকিৎসার দায়িত্ব নিলেন সিসিক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বীরপ্রতীক কাকন বিবির চিকিৎসার দায়িত্ব নিলেন সিসিক মেয়র ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা কাকন বিবি বীর প্রতীকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (২৩ জুলাই) বিকেলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এ বীরঙ্গনাকে দেখতে যান সিসিক মেয়র আরিফ। সেসময় হাসপাতালে কাকন বিবির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক ও হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের আলোচনা করেন মেয়র আরিফ।

এছাড়া মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির কেবিনে একটি নতুন এসি দেন। এ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসা গ্রহণ করবেন বলেও জানান মেয়র আরিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক, উপ-পরিচালক ডা. দেবপদ রায়, ভারতের চেন্নাই রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বি আয়াজ আকবর, ডা. আরএম মোতিহা, ওসমানী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এনকে পাল প্রমুখ

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি অনেকটা অচেতন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এনইউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।