ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীতে এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় জান্নাতুল নাইমা ইতি (২০) নামে এক শিক্ষার্থী উকুন মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ইতি বাগেরহাটের রামপাল উপজেলার বাশতলী গ্রামের শেখ আবদুল খালেকের মেয়ে।

ইতির বড় বোন শারমিন বাংলানিউজকে জানান, তাদের তিন বোনের মধ্যে ইতি সবার ছোট ছিলো। পরীক্ষার কিছুদিন পর বড় বোন নাসরিনের মগবাজার আমবাগান বাসায় বেড়াতে আসে সে। আজ এইচএসসির রেজাল্ট দেওয়ার পর কাঙ্খিত ফল না পাওয়ায় উকুন মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এজেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।