ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে মাদকসহ ৩ ছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বেনাপোল সীমান্তে মাদকসহ ৩ ছাত্র আটক ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকায় তিন বোতল বিদেশি মদসহ তিন ছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়ক থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলো- বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৬), একই গ্রামের গোলাম আলীর ছেলে শাহাদত (১৭) ও বেনাপোল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আল আমিন (১৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে তিনজন মদ নিয়ে যশোরে যাবার উদ্দেশে সাদিপুর মোড়ে অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এজেডএইচ/বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।