ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
রাজধানীর ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাটার থানার একটি বাসা থেকে মিনা (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) বিকেলে সোলমাইদ এলাকার সরকার বাড়ি মমিনের টিনসেট বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিনা বরগুনা পাথরঘাটা উপজেলার রাহেনপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ জানান, মিনা তার স্বামী ইসমাইলের সঙ্গে ৬ থেকে ৭ মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে এ কারণে মিনা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান,  খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।